সুরের ধারা আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান

নৃত্য প্রচ্ছদ ফ্যাশন বলিউড বিনোদন মঞ্চ মডেলিং সংগীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান ক্লাবে বৃহস্পতিবার রাতে সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা
রাজধানীর গুলশান ক্লাবে বৃহস্পতিবার রাতে সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর গুলশান ক্লাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি অনুষ্ঠান (চ্যারিটি গালা) হয়েছে। খ্যাতিমান সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার রাতে গুলশান ক্লাবে ল্যামডা ব্যাংকোয়েট হলে এই অনুষ্ঠান হয়। সেখানে সুরের ধারার ‘উন্নয়নের জন্য সংগীত’ কার্যক্রমের আওতায় থাকা সুবিধাবঞ্চিত শিশুরা সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে। এই কার্যক্রমে ১০০ জনের মতো সুবিধাবঞ্চিত শিশু রয়েছে। তারা অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি করে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হাত ধরে ২০০৯ সালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুরের ধারা শুরু করেছিল এই প্রকল্প। পরবর্তী সময়ে ‘শুকতারা’ প্রকল্পের মাধ্যমে যৌনকর্মীদের শিশুদেরকেও এতে অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি সুরের ধারা প্রতিষ্ঠানের এসব সুবিধাবঞ্চিত শিশুর জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘এটা শুধু সরকারের করার বিষয় নয়। আমরা যে যেখানে আছি, সেখান থেকে তাদের সহযোগিতা করতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব শিশুর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান দীপু মনি। তিনি বলেন, ‘নতুন যে শিক্ষাক্রম শুরু করেছি, সেখানেও আমরা এই প্রতিভাকে তুলে আনার চেষ্টা করছি। শুধু মুখস্থ নয়, পরীক্ষার ভয় নয়, শুধু সনদপ্রাপ্তি নয়। এই শিশুদের মধ্যে যত প্রতিভা আছে, সম্ভাবনা আছে, তার সবকিছুকে পরিপূর্ণ বিকাশের সুযোগ করে দেব। সেই সুযোগ যেন তারা কাজে লাগাতে পারে, সে জন্য পাশে থাকব।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুরের ধারার শিক্ষার্থীদের একটি করে ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ (পলক)। সরকার থেকে তাঁকে যে বেতন–ভাতা দেওয়া হয়, তার একটি উল্লেখযোগ্য অংশও প্রতি মাসে এই শিশুদের জন্য দেওয়ার ঘোষণা দেন তিনি।

সুরের ধারার দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী ইমা অনুষ্ঠানে এককভাবে একটি গান করে। তার চিকিৎসার দায়িত্ব নেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তিনি বলেন, ‘বিদেশে থাকি আজকাল। সেখানে বাংলাদেশ রোল মডেল। এই এগিয়ে নেওয়ার পেছনে রয়েছে ইমার মতো অন্যরা।’

অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনেটা লুক ডেসালিন বলেন, উন্নয়ন কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। সব ধরনের উন্নয়নকাজের মধ্যে এটা খুবই সফল একটি কর্মসূচি। শিশুকে একটি আশা দেওয়ার চেয়ে আর ভালো কিছু হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির বলেন, ‘এ ধরনের কাজ করার চিন্তাভাবনা থাকে, কিন্তু করতে পারি না। বন্যা আপা সেটা করে দেখিয়েছেন। সবার উচিত এতে সহযোগিতা করা।’

সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘ওরা আমাদের শিশুদের মতো একটি সহজ, সুন্দর, ইতিবাচক জীবনের প্রত্যাশী। শিক্ষা, স্বাস্থ্য, আহার, বাসস্থান একটি স্বাধীন দেশের প্রতিটি শিশুর অধিকার। কিন্তু শিল্প, সাহিত্য, খেলাধুলা, ছবি আঁকা, নৃত্য ও সংগীত ওদের প্রত্যাশিত স্বপ্ন। আমরা চেষ্টা করছি, এই শিশুরা যেন স্বপ্ন নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে পারে।’

আরো পড়ুন : গুজব ছড়ানোর অভিযোগে ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা গ্রেপ্তার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *