আমি কি জোর করে বলতে পারি যে মাশরাফি তুমি রিটায়ার করো?-পাপন

খেলাধুলা প্রচ্ছদ বিনোদন মুক্তমত

বাংলাদেশের সফলতম ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। তিনি অবসরও গ্রহণ করেননি। তাকে দলে আর বিবেচনা করা হবে কি না সেটা নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছিলেন। ২০২০ সালের মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাহলে কি মাশরাফি অবসর নেবেন না? কিংবা বিসিবি তাকে সুন্দরভাবে বিদায় দেবে না?

এত দিন পর এমন প্রশ্ন ওঠার কারণ চলতি বিপিএলে মাশরাফির পারফরম্যান্স। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত মাশরাফি এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তাই সোমবার সিলেটে আয়োজিত বিসিবির সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপনের দিকে ছুটে গেল এই প্রশ্ন। বিসিবি সভাপতি বললেন, তারা মাশরাফিকে মাঠ থেকে বিদায় দিতে প্রস্তুত আছেন। কিন্তু সে জন্য মাশরাফিকে তো আগে অবসর ঘোষণা করতে হবে।

মাশরাফি বিন মর্তুজার মাঠ থেকে বিদায়ের বিষয়ে পাপন বলেন, ‘আমরা সবসময় চাই, মাশরাফি মাঠ থেকে বিদায় নেন। এজন্য আমরা একটি বিদেশি দলও আনতে চেয়েছিলাম। কিন্তু উনি তো (মাশরাফি) কিছু বলেন না। সবচেয়ে বড়ু কথা হচ্ছে, মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু ক্রিকেট থেকে অবসর নেননি।’

পাপনের ভাষায়, ‘এখন আমি কি ওকে জোর করে বলতে পারি যে তুমি রিটায়ার করো? ডেফিনেটলি সে যখন রিটায়ার করবে… এটা শুধু মাশরাফির জন্য নয়, সব খেলোয়াড়দের জন্য… ও যদি রাজি হয় তাহলে আমরা চাই খেলার মাধ্যমে (বিদায় দিতে)। সবাই জানুক যে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। আমরা বিদেশে দেখেছি যেমনটা হয়, আমরাও তাই চাই। নিঃসন্দেহে আমরা এটাই আশা করি।’

এদিকে, আন্তর্জাতিক কোনো ক্রিকেট নেই। ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুন্ডর রহিমরা। এখন খেলছেন টি-২০ টুর্নামেন্ট বিপিএল। তাই বাংলাদেশ ক্রিকেট দলে কোচ না থাকার বিষয়টি খুব বড়ু মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি। তবে মার্চ মাসে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে আসবে ইংল্যান্ড। ইংল্যান্ড থাকতে থাকতেই একটি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে আসবে আয়ারল্যান্ড। সিরিজ দুটির আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হেড কোচের নিয়োগ দেবে। এতোদিন কোচ নিয়োগের আলোচনায় ছিলেন চন্ডিকা হাতুরাসিংহে। হঠাৎ করেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, হাতুরাসিংহে দায়িত্ব নিতে চাইছেন না টাইগাররদের। বিসিবির সঙ্গে দরদাম করে নিয়োগ বাড়াচ্ছেন নিউসাউথ ওয়েলসের সঙ্গে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিষয়টিকে পাত্তাই দেননি। বরং জানান, তিনি এমনটি শুনেননি, ‘আমরা এমন কিছু শুনিনি। কেউ আমাদের বলেওনি।’ বিসিবির সভাপতির মন্তব্যে একটি বিষয় স্পষ্ট, কোচের লড়াইয়ে এখনো হাতুরাসিংহেই এগিয়ে। হাতুরাকে কোচ করতে প্রায় বছরে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ ডলার ব্যয় করতে হতে পারে ক্রিকেট বোর্ডকে। বিসিবি সভাপতি কারও নাম না জানালেও স্পষ্ট করে জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে হেড কোচের নিয়োগ দেবে বিসিবি, ‘ইংল্যান্ড সিরিজের আগেই কোচের নিয়োগ দেওয়া হবে। আশা করছি ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে কোচ নিয়োগ দিতে পারব।’ হাতুরাসিংহে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত কোচিং করিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে।

আরো পড়ুন : ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *