ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ কৃষিই শক্তি কৃষিই প্রযুক্তি শ্লোগানে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর ৫০ একর বøক প্রদর্শনী মেশিনের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৩১ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাজোল মাঠে ভোলাহাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির। উপস্থিত ছিলেন ভোলাহাট বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মোঃ নাইমুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লোকমান হাকিম সহ অন্যরা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। বক্তব্য রাখেন কৃষক মোঃ হজরত আলী। এ সময় বক্তারা বলেন মেশিনের মাধ্যমে ধান রোপণ, কাটা, মাড়াইসহ সকল প্রক্রিয়া মেশিনের সাহায্যে সম্পন্ন হবে। ফলে শ্রমিক সংকট থেকে মুক্তি ও অল্প খরচে ধান রোপণ মাড়াই করে ঘরে তুলতে পারবেন কৃষক। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং অধিক লাভবান হবেন বলে জানান।
গোলাম কবির-ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)