বিদেশ ভ্রমণে ব্যক্তিগত ডলার খরচের হিসাব যাচাই করার নির্দেশ

অর্থনীতি প্রচ্ছদ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক: বিদেশ ভ্রমণে ব্যক্তিগত ডলার খরচের হিসাব যাচাই করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট যাচাই করে নতুন করে ডলার এনডোর্স করতে হবে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংক ও মানি চেঞ্জারদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী ইনডোরসমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফরম মনিটরিং সিস্টেম বা ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম বা অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে যাচাই করে বৈদেশিক মুদ্রা ইনডোরস করতে হবে। একই পঞ্জিকাবর্ষে যদি আগের পাসপোর্ট নম্বর থাকে, তাহলে সেটাও যাচাই করতে হবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে।

২০১৯ সালের জুলাই মাসে এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বিশ্বের যে কোনো দেশে ব্যক্তিগত ভ্রমণের জন্য বছরে মাথাপিছু সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ খরচ করতে পারবেন জানিয়েছিল। আগে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের জন্য এ সীমা ছিল ৫ হাজার ডলার এবং অন্যান্য দেশের জন্য ছিল ৭ হাজার ডলার। বছরে ১২ হাজার ডলার খরচ করতে পারলেও একজন ব্যক্তি একবারে নগদ ৫ হাজার ডলারের বেশি সঙ্গে নিতে পারবেন না। এক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন।

আরো পড়ুন : সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত নবজাতক উদ্ধার 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *