গোবিন্দগঞ্জে ভাইয়ের কাছ থেকে জমি বিক্রির কথা বলে টাকা নিলেও জমি দলিলে বোনের তালবাহানা ॥ হুমকী-ধামকী প্রদর্শন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আংশসুত্রে পাওয়া জামি বিক্রির কথালে ভাইয়ের নিকট থেকে টাকা নিলেও দির্ঘ ৩ বছরেও জমি দলিল করে না দিয়ে তালবাহানা ও হুমকী-ধামকী প্রদর্শন করায় ভাই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। উপজেলা দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের মৃত জামাল প্রধানের ছেলে শহিদুল ইসলাম(৫০) এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বোন খোতেজা বেগম ও তার ছেলে খয়বর ইসলাম এবং জামাই সাইদুল ইসলাম(২৮) আসামী করা হয়েছে।
আভিযোগে বলা হয় অংশসূত্রে পাওয়া ১৫ শতক জমি বিক্রির কথা বলে প্রায় ৩ বছর পূর্বে বোন খোতেজা বেগম(৬০) তার ভাই শহিদুল ইসলামের নিকট থেকে ৯০ হাজার টাকা নেয়। এরপর থেকে জমি দলির করে দেয় দিচ্ছি বলে সময় ক্ষেপনের নামে তালবাহানা করে আসছে। গত বছরের ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টারদিকে শহিদুল তার বোনের বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামে গিয়ে বোন খোতেজার কাছ থেকে জমি দলিল করে চাইলে সে ক্ষিপ্ত হয়ে অকথ্যভাষায় গালিগালাজ ও হুমকী-ধামকী প্রদর্শন করে। কখনো দলিল করে চাইলে মারপিট ও বিভিন্ন ভাবে ফসানোসহ মিথ্যা মামলা করিবে মর্মে শসন গর্জন করে।
ফারুক হোসেন, গাইবান্ধা