আর কিছুক্ষণ পরই ১০ লাখ টাকা পুরস্কারের সিদ্ধান্ত

খেলাধুলা প্রচ্ছদ বিনোদন

আর কিছুক্ষণ পরই মিরপুর শেরে বাংলায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স। আগেই টুর্নামেন্টের পুরস্কারমূল্য ঘোষণা করেছে বিসিবি। বিপিএলের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। এই দৌড়ে আছেন চার ক্রিকেটার – সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত এবং নাসির হোসেন।

টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের তরুণ ওপেনার তৌহিদ হৃদয়কে। এবারের বিপিএলের সেরা আবিস্কার বলা হচ্ছে এই তরুণকে। এবারের বিপিএল সেনসেশন ১২ ম্যাচে করেছেন ৪০৩ রান। আছে সর্বোচ্চ রান সংগ্রাহকের দুই নম্বরে। এবারের আসরে ৫টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তৌহিদ হৃদয়। যার চারটিই ম্যাচ উইনিং ফিফটি। সর্বাধিক চারবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। ম্যাচ জেতানো ইমপ্যাক্ট ইনিংসের বিবেচনায় তৌহিত এগিয়ে থাকবেন।

বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এর আগে ৪ বার বিপিএলের সেরা ক্রিকেটার হয়েছেন। এবারও তিনি ভালোভাবেই দৌড়ে আছেন। তার দল ফরচুন বরিশাল অবশ্য এলিমিনিটর থেকেই বিদায় নিয়েছে। এই আসরে সাকিব ১৩ ম্যাচে ১৭৪.৪১ স্ট্রাইকরেটে ৩৭৫ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান পাঁচ নম্বরে। পাশপাশি বল হাতে নিয়েছেন ১০ উইকেট। অল-রাউন্ড পারফরমেন্সকে সাকিব এবারও টুর্নামেন্ট সেরার অন্যতম দাবিদার।

এবারের বিপিএলে আরেক তরুণ পারফর্মার নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৪৫২ রান করে সবার ওপরে অবস্থান করছেন। বারবার দলের বড় স্কোরের ভিত গড়ে দিয়েছেন সিলেটের এই ওপেনার। আছে ম্যাচ জেতানো ইনিংসও। এছাড়া আছেন নাসির হোসেন। অধিনায়ক হিসেবে তিনি ঢাকা ডমিনেটর্সকে প্লে অফে নিতে পারেননি। তবে অল-রাউন্ড নৈপূণ্যে ১২ ম্যাচে ২ ফিফটিতে করেছেন ৩৬৬ রান। সঙ্গে বল হাতে ১৬ উইকেট নিয়ে এখনো তিনি দ্বিতীয় সর্বোচ্চ শিকারী।

আরো পড়ুন : নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *