বিপিএলের শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুরের হোম অব ক্রিকেটে ইমরুল কায়েসের কুমিল্লার বিপক্ষে মাঠে নামবেন দেশসেয়ার অধিনায়কখ্যাত মাশরাফি বিন মর্তুজার সিলেট।
সিলেটকে ফাইনালে তোলার পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন বিপিএলের আগেও তুমুল সমালোচনার শিকার হওয়া নাজমুল হোসেন শান্ত। বিপিএলের শুরু থেকেই হেসেছে শান্তর ব্যাট। ফাইনালে ওঠা পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সবার উপরেই রয়েছেন শান্ত। ফাইনালেও শিরোপা জিততে শান্তর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সিলেট।
তবে ফাইনালের আগের দুঃসংবাদই শুনতে হলো শান্তকে। মাঠেমেজাজ হারানোর ফলে অসদাচরণ করেছেন শান্ত। তার জন্য ফাইনালের আগেই শাস্তির মুখে পড়তে হলো শান্তকে।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করতে ছিলেন শান্ত। তবে আউট হওয়ার পই মেজাজ হারিয়ে ফেলেন সিলেটের ওপেনার। আম্পয়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত মানতে না পারায় মাঠ ছাড়ার সময়ই ক্ষোভ ঝাড়েন শান্ত। এ কারণেই বিপিএলের ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে শান্তকে।
রংপুরের বিপক্ষে সাবলীল ব্যাটিংয়ে ৩০ বলে ৪০ রান তুলে ফেলেছিলেন শান্ত। এরপরই ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে শেখ মেহেদীর একটি বল লাগে তার পায়ে। এলবিডব্লিউয়ের আবেদন করার পর মাঠের আম্পায়ার আউট দেননি শান্তকে। তবে রংপুর রিভিউ নিলে সেখানে আউট দেখায় শান্তকে। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসার পর বল তার পায়ে লাগায় টিভি আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত মানতে পারেননি এই ওপেনার।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে বিসিবির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গ করে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন শান্ত। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট। সে তুলনায় কম শাস্তিই পেয়েছেন শান্ত।
বিপিএলের চলমান সরে ১৪ ম্যাচে ৩৭.৬৭ গড়ে ৩ অর্ধশতকে ৪৫২ রান এসেছে শান্তর ব্যাট থেকে। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন শান্ত। আজকের ফাইনালেও শান্তর ব্যাটের ওপর নির্ভর করে থাকবে সিলেট।
আরো পড়ুন : ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র