ভবিষ্যত প্রজন্মের জ্ঞান অর্জনে গোমস্তাপুরে কবি সাহিত্যিক চর্চা অনুষ্ঠিত

নৃত্য প্রচ্ছদ বিনোদন শিল্প-সাহিত্য সংগীত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কবি সাহিত্যক চর্চা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মমতাজ বেগমের আয়োজনে সাহিত্য চর্চার পাশাপাশি দিনব্যাপী নাচ, গান, খেলাধূলার আয়োজন করা হয়। ঋতুরাজ বসন্তের আমেজে রহনপুর পৌর এলাকার বাবুর মহল্লায় ওই শিক্ষিকার নিজ বাসভবনে অনুষ্ঠিত সাহিত্যিক চর্চায় বক্তব্য দেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক সাদেকুল ইসলাম, লেখক সাংবাদিক শামসুল ইসলাম টুকু, , রহনপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, কবি মোফাজ্জল হোসেন বিশ্বাস, চৌডালা হাউস নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। সাহিত্য চর্চা শেষে উপস্থিত শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় লোকজন দিনব্যাপী নাচ,গান ও খেলাধূলায় মেতে উঠেন।

আয়োজক মমতাজ বেগম বলেন, ভবিষ্যত প্রজন্মের বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য এই কবি সাহিত্যিক চর্চা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি করে জ্ঞান অর্জন করতে পারেন। আগামীতে তাঁরা সুন্দর জীবন গড়তে পারে এবং এই চর্চার বিকাশ ঘটাতে পারবে।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : ৪ বছর ধরে ৬০বিঘা জমি অনাবাদি থাকায় অর্ধশতাধিক বর্গাচাষীর মানবেতর জীবন যাপন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *