গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও সকলের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় প্রগতিশীল গণসংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবে এ সমাবেশের উদ্যোগ নেয়। কৃষক সমিতির জেলা সভাপতি সুভাষ শাহ রায়ের সভাপতিত্বে ও যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সহ- সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, কৃষক নেতা জাহাঙ্গীর আলম, ক্ষেতমজুর সমিতি’র কেন্দ্রীয় নেতা মশিউর রহমান মইশাল, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, যুব নেতা আব্দুর রশিদ, আরিফুল ইসলাম মিজান, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার, সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদরের গিদারীতে সিপিবির প্রার্থীকে ভোট ডাকাতির মাধ্যমে ‘পরাজিত’ করে সরকারদলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, চেয়্যারম্যান পদপ্রার্থী কৃষক নেতা সাদেকুল ইসলাম মাস্টারসহ আটজন সিপিবি নেতাকর্মী ও অসংখ্য নিরীহ মানুষের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালাচ্ছেন। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও হামলা-নির্যাতন বন্ধের দাবি জানান তাঁরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।
ফারুক হোসেন, গাইবান্ধা ।