পবিত্র শবে বরাতে পটকা ও আতশবাজি বহন এবং ফোটানো নিষিদ্ধ

জাতীয় ধর্ম প্রচ্ছদ হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান পালন ও ঢাকা মহানগরে শান্তিশৃঙ্খলা রক্ষায় আতশবাজি ছাড়াও পটকা, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।

এই দিন সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স ২৭ ধারার ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশ-কাতার যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *