চ্যানেল আই-এর আয়োজন রং তুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে এসেছিলেন বহু গুণী চিত্রশিল্পী। তাদের পদচারণায় উদ্ভাসিত হয় চ্যানেল আই চত্বর, বসেছিল চিত্রশিল্পীদের মিলনমেলা। ক্যানভাসে রং এবং তুলির আঁচড়ে তারা গেঁথেছেন মনের অনুভ‚তি। আইএফআইসি-চ্যানেল আই রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানটি ৭ই মার্চ সকাল ১১.০৫ টায় উদ্বোধন করেন প্রবীন চিত্রশিল্পী হাসেম খান। এ সময় চিত্রশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুননবী, বীরেন সোম, মনিরুল ইসলাম, আবদুল মান্নান, শহীদ কবীর প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বিশিষ্ট নাট্যজন আসাদুজ্জামান নূর, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ, কবি তারিক সুজাত, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার এবং চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
রং তুলিতে মুক্তিযুদ্ধ এই বিশেষ আয়োজনে দু’জন গুণী চিত্রশিল্পীকে সম্মাননা জানানো হয়। এরা হলেনÑ মনিরুল ইসলাম ও শহীদ কবীর। তাঁদেরকে উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রবীন চিত্রশিল্পী রফিকুননবী, হাসেম খান, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। অনুষ্ঠানে রফিকুননবী বলেন, বহুদিন আসতে পারিনি, এবার মনের আনন্দ থেকে এসেছি, খুব ভালো লাগছে। সম্মাননা গ্রহণ করে মনিরুল ইসলাম বলেন, এটা বিরাট পাওয়া, সকলকে ধন্যবাদ। শহীদ কবীর বলেন, রফিকুননবী আমার প্রথম শিক্ষক, আজ তার হাত থেকে পুরস্কার নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, এটা আমার স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। ফরিদুর রেজা সাগর বলেন, একটি শিশু জন্ম নিলে সকলের মাঝে যেরকম আনন্দ বয়ে বেড়ায় আজকের দিনটি সে রকমই লাগছে।
অনুষ্ঠানে চিত্রাংকন করেন বীরেন সোম, আবদুল মান্নান, মনিরুজ্জামান, মো. জহির উদ্দিন, অশোক কর্মকার, জাহিদ মোস্তফা, জি এম খলিলুর রহমান, জি এম জোয়ারদার, সনজিত দাস অপু, কামরুজ্জোহা, রিফাত জাহান কান্তা, রুবিনা নার্গিস প্রমুখ। অনুষ্ঠানে শিশুরা তাদের মনের আনন্দে ছবি এঁকেছে বড়দের পাশাপাশি।
এই অনুষ্ঠানে চ্যানেল আইকে একটি অটো কার উপহার দেয়ার মাধ্যমে বাংলাদেশে অটো কারের সূচনা করলেন বাঘ ব্র্যান্ডের উর্ধ্বতন কর্মকর্তা কাজী জাহিদুল ইসলাম বাপ্পী। ফরিদুর রেজা সাগরের কাছে এই কারের চাবি হস্তান্তর করেন তিনি।
আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর এবং কবি তারিক সুজাত। পুরো অনুষ্ঠানজুড়ে রেজওয়ানা চৌধুরী বন্যা সুরের ধারা’র শিল্পীদের নিয়ে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ‘আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটি সকাল ১১.০৫ থেকে দুপুর ২টা পর্যন্ত চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।
বার্তা প্রেরক
অরুণ চৌধুরী
প্রেস উইং প্রধান
আরো পড়ুন : আর্মি স্টেডিয়ামে ফিরছে জয় বাংলা কনসার্ট