শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে

আন্তর্জাতিক প্রচ্ছদ সফলতার গল্প হ্যালোআড্ডা

নতুন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির গণ-উৎপাদনও শুরু করেছে দেশটি। সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইল।

ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এমন দাবি করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান ইরানের এই জেনারেল।

জেনারেল বাকেরির বরাত দিয়ে প্রেস টিভ জানিয়েছে, এরইমধ্যে ইরানের সামরিক বাহিনী সফলতার সঙ্গে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। সেই সঙ্গে গণভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির উৎপাদন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্য দিয়ে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে ইরান, যেসব দেশের এই প্রযুক্তি আছে।

ইরানের সামরিক বাহিনীর প্রধান জানান, নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চূড়ান্ত পর্যায়ে এর পাল্লা দাঁড়িয়েছে দেড় হাজার কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও জানান তিনি।

আরো পড়ুন : খেলা ফিরিয়ে দিন নতুবা শহীদ চাঁন্দু স্টেডিয়াম হবে জুয়ার আসর আর গরুরহাট

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *