সায়মা ওয়াজেদ হোসেন পুতুল পেলেন বিশেষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

জনপ্রতিনিধি নারী প্রচ্ছদ লাইফ স্টাইল সফলতার গল্প স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

বাংলাদেশকে বিশ্বের কাছে সুপরিচিত করায় সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য ও অটিজমবিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশেষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন।

গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে এ সম্মানসূচক ডিগ্রি তুলে দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, সায়মা ওয়াজেদ অটিজম নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তিনি এর মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে সুপরিচিত করেছেন।

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজমবিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজন করেন। ২০১৪ সালে তিনি বিশ্ব সংস্থা কর্তৃক ডব্লিউএইচ ও অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন।

আরো পড়ুন : মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি-কামরুল ইসলামকে আওয়ামী লীগ থেকে অপসারণ

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *