আজ ১০ জুলাই; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ১০ জুলাই ২০২২ ইং, রবিবার, ২৭ আষাঢ় ১৪২৯ বাংলা, ১০ জিলহজ্ব ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯১তম (অধিবর্ষে ১৯২তম) দিন। বছর শেষ হতে আরো ১৭৪ দিন বাকি রয়েছে । জাতীয় মূসক দিবস, বাংলাদেশ, জাতীয় মৎস্যচাষী দিবস (ভারত) এবং জাতীয় দিবস (বাহামা দ্বীপপুঞ্জ)। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

৭১৫ – মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি এর মৃত্যু।

৮৭৪ – নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করে।

১৫২০ – রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।

১৫২৬ – পানিপথের যুদ্ধে জয় লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।

১৫৫৩ – লেডি জেন গ্রে ইংল্যান্ডের রানি হন।

১৭৪১ – ডেনমার্কের নাগরিক ভিতুস ব্রিংক আলাস্কা ভূখণ্ড আবিষ্কার করেন।

১৮৪২ – নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।

১৮৫৪ – স্যর চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।

১৮৫৭ – মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত।

১৮৭১ – কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচনির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।

১৯০০ – অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।

১৯২১ – মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।

১৯৪০ – দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে মার্শাল হেনরি পেটেইন ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন।

১৯৪২ – দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হয়ে যান।

১৯৪৬ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ৷

১৯৫৭ – ড.হীরালাল চৌধুরীর গবেষণায় ভারতে মাছ চাষে প্রণোদিত প্রজনন পদ্ধতি উদ্ভাবিত হয়।

১৯৬২ – যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৬৬ – মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।

১৯৬৮ – আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩ – ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।

১৯৭৬ – গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।

১৯৮৯ – বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস।

১৯৯১ – বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

১৯৯২ – হানা সচুকা পোল্যান্ডের প্রথম মহিলা সরকার প্রধান নির্বাচিত।

জন্মদিন

১৪৫২ – স্কটল্যান্ডের রাজা তৃতীয় জেমস

১৬৩৫ – রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী

১৮৩৪ – চেক সাহিত্য সমালোচক, কবি ও গল্পকার ইয়ান নেরুদা

১৮৫৬নিকোলা টেসলা, বিখ্যাত সার্বীয়মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী

১৮৭১মার্সেল প্রুস্ত্‌, ফরাসি বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও সমালোচক

১৮৮৩মন্মথনাথ ঘোষ (বিদ্যাবিনোদ), বাঙালি শিল্পোদ্যোগী ও সাহিত্যিক।( মৃ.২০/০৩/১৯৪৪)

১৮৮৫ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশী বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ

১৮৯৩কেশবচন্দ্র নাগ, বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ ও গণিতের সর্বাধিক প্রচলিত পাঠ্যপুস্তক রচয়িতা (মৃত্যু ০৬/০২/১৯৮৭)

১৯০২ – নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কুট আলডার

১৯১৩ – বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।(মৃ.১৯৯৭)

১৯১৫ – নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেলো

১৯১৮শুভ গুহঠাকুরতা, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ‘দক্ষিনী’প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৮৯)

১৯২৫ডা. মাহাথির মোহাম্মদ, মালয়েশীয় রাজনীতিবিদ ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

১৯২৮অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানি সাংবাদিক, “দ্যা রেইপ অব বাংলাদেশ”খ্যাত লেখক

১৯৩১মতি নন্দী, ভারতের বাঙালি লেখক ও ক্রীড়া সাংবাদিক (মৃত্যু ০৩/০১/২০১০)

১৯৪৬সু লিয়ন, মার্কিন অভিনেত্রী (মৃত্যু ২০১৯)

১৯৪৯সুনীল গাভাস্কার, ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়, অধিনায়ক ও প্রথিতযশা ব্যাটসম্যান

১৯৬৮ – মার্কিন অভিনেতা জনাথন গিলবার্ট

১৯৮০ – মার্কিন অভিনেত্রী জেসিকা সিম্পসন

মৃত্যুদিন

১৮১৭ – জেন অস্টেন, একজন ইংরেজ ঔপন্যাসিক।

১৮৯৩ -শিক্ষানুরাগী ও সমাজসেবক নওয়াব আব্দুল লতিফ।

১৯৭৭ – প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু প্রয়াত হন। (জ.২২ ফেব্রুয়ারি,১৮৯৮)

২০০১হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকারকূটনীতিবিদ

২০১৪জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন। (জ.২৭/০৪/১৯১২)

১০ জুলাই বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১০ জুলাই তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : মাথায় আঘাত পেয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া মহাসড়কে পড়ে ছিল রক্তাক্ত শিশুটি

আরো পড়ুন : আজ ৯ জুলাই; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *