আজ ৩১ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য রাজনীতি শিক্ষা সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ৩১ মে ২০২২ মঙ্গলবার ১৮ জৈষ্ঠ ১৪২৯ বাংলা, ২৯ শাওয়াল ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫১তম (অধিবর্ষে ১৫০তম) দিন। বছর শেষ হতে আরো ২১৫ দিন বাকি রয়েছে । আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী ে

১৭৯০ – মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।

১৮৫৫ – আজকের দিনে স্নানযাত্রার দিন মহাসমারোহে দক্ষিণেশ্বর কালিবাডিতে মা ভবতারিণীর মূর্তিপ্রতিষ্ঠা করা হয়।

১৮৫৮ – ওয়েস্টমিনিস্টার জুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল বিগ বেনের শব্দ।

১৮৬৬ – দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।

১৮৮৯ – প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।

১৯০২ – বোয়ের যুদ্ধের অবসান হয়।

১৯১০ – দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত।

১৯৩২ – জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।

১৯৩৫ – কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।

১৯৪১ – জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।

১৯৫২ – ভলগা ডন খালের উদ্বোধন।

১৯৬১ – দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৮৯ – দক্ষিণ কোরিয়া রানার্স আপ।

২০০২ – বিশ্বকাপ ফুটবল।

২০০২ – দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উদ্বোধন।

জন্মদিন

১৫৭৭নূর জাহান, মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন। (মৃ. ১৬৪৫)

১৭২৫অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী। (মৃ. ১৭৯৫)

১৮১৯ওয়াল্ট হুইটম্যান, মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক। (মৃ. ১৮৯২)

১৮৩৪কৃষ্ণচন্দ্র মজুমদার, ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক। (মৃ.১৩/০১/১৯০৭)

১৮৬০ – চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট

১৯০৮ডন আমিচি, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। (মৃ. ১৯৯৩)

১৯১২চিয়েন-শিউং উ, চীনা-মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি তেজস্ক্রিয়তা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। (মৃ. ১৯৯৭)

১ ৯১৫ – অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট।

১৯২২ডেনহোম এলিয়ট, ইংরেজ অভিনেতা। (মৃ. ১৯৯২)

১৯২৬প্রবীর সেন প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার।(মৃ.২৭/০১/১৯৭০)

১৯২৮পঙ্কজ রায়, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ.০৪/০২/২০০১)

১৯৩০ক্লিন্ট ইস্টউড, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং কম্পোজার।

১৯৪৫রাইনার ভের্নার ফাসবিন্ডার, পশ্চিম জার্মান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যকার, মঞ্চ পরিচালক, সুরকার, চিত্রগ্রাহক, সম্পাদক ও প্রাবন্ধিক। (মৃ. ১৯৮২)

১৯৪৬স্টিভ বাকনর, জ্যামাইকার মন্টেগো বে এলাকার জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।

১৯৪৯টম বেরেঞ্জার, মার্কিন অভিনেতা।

১৯৬৩ভিক্টর অরবান, হাঙ্গেরির বিশিষ্ট ডানপন্থী রাজনীতিবিদ।

১৯৬৫ব্রুক শিল্ডস, আমেরিকান অভিনেত্রী, সুপারমডেল ও সাবেক শিশু তারকা।

১৯৬৬রোশন মহানামা, সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৪মিলোরাদ কেভিচ, সার্বিয়ান সাঁতারু।

মৃত্যুদিন

১৮৩২এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।

১৯১০এলিজাবেথ ব্ল্যাকওয়েল, ব্রিটিশ চিকিৎসক। (জ. ১৮২১)

১৯৬৮অমিয়চরণ ব্যানার্জি, ভারতীয় বাঙালি গণিতবিদ। (জ. ১৮৯১)

১৯৮৬জেমস রেইনওয়াটার, মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৭)

২০০২সুভাষ গুপ্তে, ভারতীয় ক্রিকেটার। (জ. ১৯২৯)

২০০৪বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক(জ.০৯/০৮/১৯৩৬)

২০০৬রেইমন্ড ডেভিস জুনিয়র, মার্কিন রসায়ন ও পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৪)

২০০৯ কমলা দাস প্রখ্যাত মালায়ালম ও ইংরাজী সাহিত্যের কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।(জ.১৯৩৪)

২০১৪মার্থা হাইয়ার, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯২৪)

২০২০আবদুল মোনেম, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি। (জ. ১৯৩৭)

৩১ মে বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৩১ মে তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : তমিজউদ্দিন রিজভী ছিলেন একজন আলোকিত মানুষ

আরো পড়ুন : আজ ৩০ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *