জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা ২৮৩ আসনে নির্বাচন করব।’
আজ রবিবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি যে আমরা নির্বাচনে যাচ্ছি।’
এর আগে দুপুরে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা ৭ জানুয়ারি নির্বাচন করতে এসেছি, পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না। নির্বাচনের জন্য আজ এবং আগামীকাল গুরুত্বপূর্ণ।’
‘আজ প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দ। নির্বাচন কিভাবে করব বা করব না বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। আমরা আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে বসেছি আলোচনা হচ্ছে নির্বাচনের বিষয়ে বিকালে সিদ্ধান্ত জানানো হবে,’- বলেছিলেন তিনি।
আরো পড়ুন : আজ ১৭ ডিসেম্বর : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত