বিনোদন ডেস্ক : আগে পরীক্ষিত হয়ে এসো
শুধু বলিউড নয়, সারাবিশ্বেই তারকা বাবা-মা থাকলে ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে সমস্যা হয় না।—এমন খবর হরহামেশাই চোখে পড়ে। তবে ক্যারিয়ারের শুরুতে বাবার কাছে পরীক্ষা দিয়ে সুযোগ পাওয়া অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা হয়তো হাতেগোনা। সেই তালিকায় প্রথমদিকেই নাম রয়েছে অভিনেত্রী জাহ্নবি কাপুরের। মা প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী এবং বাবা নামকরা প্রযোজক হলেও বাবার প্রযোজনায় যাত্রা শুরু করতে পারেননি জাহ্নবি। অনেকটা পরীক্ষা দিয়েই বাবার প্রযোজনায় যুক্ত হতে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে জাহ্নবি এক সাক্ষাৎকারে বলেন, ‘কখনও বাবা-মায়ের কারণে বিশেষ সুযোগ পাইনি। এমনকি নিজের বাবাও পরীক্ষায় পাস করার পরই তার কাজে আমাকে যুক্ত করেন। বাবা সবসময় বলতেন, আগে নিজেকে প্রমাণ করো। না হলে সবাই আঙুল তুলে কথা বলবে।’
খুনি বাবার গুঞ্জনে: ২০১৮ সালে শ্রীদেবী বাথটবের পানিতে ডুবে না ফেরার দেশে পাড়ি জমান। সে সময় অনেকেই সেটাকে অস্বাভাবিক মৃত্যু দাবি করে বনি কাপুরের দিকে আঙুল তোলেন। কেউ কেউ দাবি করেন বিমার টাকা পেতে তাকে খুন করা হয়েছে। যে চর্চা এখনও কমবেশি চলছে। যা নিয়ে বরাবরই বিব্রত জাহ্নবি কাপুর। তিনি বলেন, ‘মা চলে যাওয়ার ৫ বছর হতে চললো। অথচ এখনও নানা গুঞ্জন আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। আমার বাবা-মায়ের সম্পর্ক কতটা গভীর ছিল সেটা আমি ছাড়া কেউ জানে না। সে সময় মানুষের এমন আচরণ আর মা হারানোর শোকে সত্যি ট্রমার ভেতর দিয়ে জীবন পার করেছি।’
মেয়ের বয়ানে মায়ের মৃত্যু: শ্রীদেবীর মৃত্যু নিয়ে এতদিন বনি কাপুর বা জাহ্নবি, কেউই কোনো মন্তব্য করতেন না। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে একাধিক সাক্ষাত্কারে কথা বলেছেন। জাহ্নবি বলেন, ‘পৃথিবীতে যারা মা হারিয়েছেন তারাই সেই কষ্টটা অনুভব করতে পারেন। মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন কোনো অনুষ্ঠান, এমনকি বাইরে যেতেও ভয় পেতাম। কারণ নানা উদ্ভট প্রশ্নে পাগল করে দিত সবাই। অথচ অতিরিক্ত স্বাস্থ্য সচেতনতাই মায়ের মৃত্যুর আসল কারণ ছিল। যা এখনও অনেকে বুঝতে চায় না।’
রূপ হারানোর ভয়: নিজের রূপ নিয়ে বরাবরই সচেতন ছিলেন শ্রীদেবী। মৃত্যুর আগে বয়স এবং রূপ হারানোর ভয়ে অতিরিক্ত ডায়েট এবং রূপচর্চা করতেন তিনি। যে কারণে অনেক দুর্বল হয়ে পড়েন এই অভিনেত্রী। বনি বলেন, ‘আমি সবসময় শ্রীদেবীর হাত ধরে হাঁটতে ভালোবাসতাম। কারণ তার হাত ধরে হাঁটলে সবাই আমার দিকে তাকিয়ে থাকতো। যা আমি এনজয় করতাম। মৃত্যুর আগে রূপ হারানোর ভয়ও কুরে কুরে খাচ্ছিল।’ জাহ্নবি বলেন, ‘মা কখনও তার চেয়ে কেউ বেশি সুন্দরী এটা মেনে নিতে পারতেন না। যে কারণেই হয়তো বাবা আমাকে রূপহীনভাবে দুটি সিনেমায় উপস্থাপন করেছেন। বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম, মায়ের কারণেই কি তুমি আমাকে চরিত্রাভিনেত্রী এবং রূপহীনভাবে পর্দায় উপস্থাপন করছ? আসলে রূপ-সৌন্দর্যের কারণে বাবা মাকে হারিয়েছেন। হয়তো তাই বাবা ভয় পান, আমিও যদি মায়ের পথে হাঁটি!’
আরো পড়ুন : ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে