এক জেলার মোটরসাইকেল ঈদের ৭ দিন অন্য জেলায় চলতে পারবে না ঈদের ৭ দিন 

জনদুর্ভোগ প্রচ্ছদ ভ্রমণ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

আসন্ন ঈদুল আজহার উপলক্ষে ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

সড়ক পরিবহন সচিব জানান, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল করা যাবে না। সেই সঙ্গে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ থাকবে।

তিনি আরও জানান, কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি পেলেই কেবল এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

আরো পড়ুন : নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় আওয়ামী লীগ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *