গোবিন্দগঞ্জের শিবপুরে ইউনিয়ন পরিষদে সেকেন্দার আলী মন্ডল চেয়ারম্যান নির্বাচিত

জনপ্রতিনিধি জাতীয় নির্বাচন পুরুষ প্রচ্ছদ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে ভিপি সেকেন্দার আলী মন্ডল ৪ হাজার ৮শ’২৬ ভোট পেয়েছেন। নিকটতম তৌহিদুল ইসলাম প্রধান শাহীন আসারস প্রতিক নিয়ে ৪ হাজার ৪শ’৩৭ ভোট পেয়েছেন। এছাড়াও নূর আজম চৌধুরী রাজনের ঘোড়া প্রতীকে প্রাপ্ত ভোট ২ হাজার ৭শ’০২, আবুল কাশেমের মোটরসাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট ২ হাজার ৫শ’ ৫১ভোট পেয়েছেন। ৩শ’৮৯ ভোট বেশী পেয়ে ভিপি সেকেন্দার আলী মন্ডল নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গত ২৬ ডিসেম্বও ২০২১ গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ভোট শেষে শুধুমাত্র শিবপুর ইউনিয়নে ৮ নম্বর শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গোলযোগের কারণে কেন্দ্রটি বাতিল করা হয়। ৭ফেবব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটপ্রহণ চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রটির অনুকূলে ২জন ম্যাজিস্ট্রেট,সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ৫২জন পুলিশ ফোর্স,র‌্যাব, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য’রা দায়িত্ব পালন করে।এবং এ কেন্দ্রের নির্বাচন চলাকালে বিপুল সংখ্যক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। স্থগিত হওয়া শিবপুর ফজেরিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩৫৪। এ কেন্দ্রে আজ ৭ফেব্রুয়ারি নির্বাচনী প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতিক ভিপি সেকেন্দার আলী মন্ডল ২১৫১ভোট পেয়েছেন।তৌহিদুল ইসলাম প্রধান শাহীন আনারস প্রতিক ২১ভোট পেয়েছেন।এ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, রিটানিং কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা নিবার্চন কর্মকতা ব্রজেন্দ্র নাথ,উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান হিরু,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য’ শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৬ ডিসেম্বও ২০২১ সালের এর নির্বাচনে তৌহিদুল ইসলাম শাহীন এর আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ৪৪১৬; নূর আজম চৌধুরী রাজনের ঘোড়া প্রতীকে প্রাপ্ত ভোট ২৭০২ সেকেন্দার আলী মলের নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ২৬৭৫ ও আবুল কাশেমের মোটরসাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট ২৫৫১পেয়েছিলেন। এবং ভিপি সেকেন্দার আলী মন্ডল তার এলাকার ভোট কেন্দ্র ৮ নম্বর শিবপুর ফজরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গোলযোগের কারণে কেন্দ্রটি বাতিল করা হয়। সেই স্থগিত হওয়া ভোট কেন্দ্রে আজ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ফারুক হোসেন, গাইবান্ধা।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *