গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ

কৃষি জাতীয় প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফসী আউস ও পাটের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ কৃষি স¤প্রসারণ অফিস মিলনায়তন বীজ-সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এবং এসএপিপিও মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন জাতীয় সংসদ সদস্যের রাজনৈতিক সমন্বয়ক কৃষিবিদ আব্দুলাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ২ হাজার ৫শ’ জন চাষীকে আউশ বীজ ও সার এবং ১৫ শ’ চাষীর মাঝে পাটবীজ বিতরণ করা হয়।

ফারুক হোসেন
গাইবান্ধা।
আরো পড়ুন : গোবিন্দগঞ্জে ২ গ্রামবাসীর সংর্ঘষে ৪ জন আহত\ বাড়ীঘর ভাঙচুর, গরু সহ দোকান লুট

 

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *