গাইবান্ধা প্রতিনিধি: রংপুর স্বাস্থ্য অধিদপ্তরের অধিনে ২৩ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে গতকাল (বুধবার) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ হতে ১শ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ৭তলা বিশিষ্ট হাসপাতাল ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো: মনোয়ার হোসেন চৌধুরী। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী কাজী শামসুল আলম, নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা, সিভিল সার্জন আখম আক্তারুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র রাফিউল ইসলাম রাফি, উপজেলা নির্বাহী অফিসার মো: অরিফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাফরিন জাহেদ জিতি, উপজেলা সমন্বয়কারি কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন সহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবা সহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন হওয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, করোনা কালীন সময়ে চিকিৎসক ও নার্সরা সমূখ ভাগে কাজ করায় তাদের অবদান জাতি স্মরণ করে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার কারনে করোনা মোকাবেলায় সফল ভাবে জনগনের মাঝে ভ্যাকসিন প্রদানে সফলতা অর্জন করেছে।
উল্লেখ্য: রংপুর স্বাস্থ্য অধিদপ্তরের অধিনে ২৩ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ হতে ১শ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ৭তলা বিশিষ্ট হাসপাতাল ভবনে আউট ডোর, প্যাথলিজি বিভাগ, ডক্টরস চেম্বার, কনফারেন্স ও মাল্টিপারপার্স রুম, আইসিইউ, কেবিন ব্লক, লিংক করিডোর সহ অফিস কার্যালয় সহ অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা থাকবে।
ফারুক হোসেন, গাইবান্ধা।
আরো পড়ুন : শিক্ষার্থী–ব্যবসায়ী সংঘর্ষ; নিউমার্কেটের ব্যবসায়ীরা খুলতে চান কাল