গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাতীয় প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর হ্যালোআড্ডা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে পল্লবী রানী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা দশটার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত পল্লবী ওই এলাকার বাসিন্দা প্রদীপ হালদারের মেয়ে।

পুলিশ ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, গতকাল সোমবার সকালে শিশু পল্লবী বাড়ির পাশে খেলছিল। খেলার একপর্যায়ে বাড়ি সংলগ্ন পুকুরে নেমে যায় । পরে শিশু পল্লবীকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে শিশুটি পুকুরপাড়ে খেলাধূলা করতে দেখেছেন। এ খবর পেয়ে বেলা সাড়ে দশটার দিকে বাবা প্রদীপ পুকুর নেমে পানির নীচ থেকে পল্লবীর মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য বাবা প্রদীপের কাছে মরদেহ তুলে দেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে তিনি জানান।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : গোবিন্দগঞ্জে করতোয়া নদীর উপর ১৬০ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রীজে ভিত্তিপ্রস্তর স্থাপন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *