নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই আবাসিক এলাকার ২ নম্বর সড়কে মাহবুব রহমানের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের জগন্নাথপুর এলাকার মো. ইস্রাফিল (২০), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর মো. রিপন (২০) এবং রাজশাহীর তানোরের সাকিম আলী (২০)। এর মধ্যে ইস্রাফিল ও সাকিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। রাতে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু হয় রিপনের।
জানা গেছে, কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মাহবুব রহমামের ভবনে ১০ জন শ্রমিক গত ১০ থেকে ১২ দিন ধরে কাজ করছিলেন। কাজের সুবিধার্থে তাঁরা ওই ভবনেই বসবাস করতেন।
এই বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, ওই ভবনের অষ্টম তলায় কাজ করার সময় মাচা ভেঙে পড়ে যান শ্রমিকেরা। এতে তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরেকজন মারা যায়।
এই ঘটনায় নিহত শ্রমিক সাকিম আলীর ভাই হাকিম আলী বাদী হয়ে একটি মামলা করেছেন।
আরো পড়ুন : ভয় কাটেনি, তবে আল্লাহর রহমত যে আমরা এখনো বেঁচে আছি