‘পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়া তার সামরিক লক্ষ্য অর্জন করবে। এতে করে ওই অঞ্চলের বাসিন্দারা তাদের স্বাভাবিক জীবনযাপন পুনরায় শুরু করতে পারবেন।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেছেন। বুধবার (২০ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদন এই খবর জানিয়েছে।
ক্রেমলিনে এক বৈঠকে পুতিন বলেছেন, ডনবাসে ‘ট্র্যাজেডির’ কারণে রাশিয়া ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরু করতে বাধ্য হয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেন,’আমি শুরুতেই বলেছি- সামরিক অভিযানের লক্ষ্য হচ্ছে ডনবাসে বসবাসরত আমাদের লোকদের সাহায্য করা।’
ক্রিমিয়ার সেভাস্তোপোল থেকে বৈঠকে অংশ নেওয়া এক মেয়ের উদ্দেশে পুতিন বলেছেন, ‘আমরা ধারাবাহিকভাবে কাজ যাবো এবং সেখানে জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে তা নিশ্চিত করবো। উন্নতির জন্য পরিবর্তন আনা হবে- ঠিক যেমনটি সেভাস্তোপোলে আপনার জীবনে ঘটেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৫৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ।
আরো পড়ুন : শিক্ষার্থী–ব্যবসায়ীর সংঘর্ষে নাহিদ হোসেনের মৃত্যুতে বিচার চান না তার মা