ঝালকাঠি সদর হাসপাতালে টিআইবি’র পরামর্শ সভা অনুষ্ঠিত, সমস্যা সমাধানে তত্বাবধায়কের আশ্বাষ

প্রচ্ছদ মুক্তমত স্বাস্থ্য কথা

রিপোর্ট : ঝালকাঠি সদর হাসপাতালকে জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশ্বাষ দিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শামীম আহমেদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটির (সনাক) এর এক অধিপরামর্শ সভায় হাসপাতালের সুনাম বৃদ্ধিতে সকলের সহযোগিতা চেয়ে ঝালকাঠি সদর হাসপাতালের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমস্যা সমাধানে আশ্বাস দেন তত্বাবধায়ক। ১১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) এক অধিপরামর্শ সভায় এ আশ্বাস দেন তত্বাবধায়ক।

সভায় সনাকের পক্ষ থেকে হাসপাতালের ডাক্তার সংকট, এক্স-রে ফিল্ম সংকট, দালালদের হয়রানি, হুইল চেয়ার বা ট্রলির সংখ্যা বাড়ানো, টয়লেটে নারী-পুরুষের আলাদা চিহ্নিতকরণ, হাসপাতালের ওয়েবপোর্টাল বা তথ্য বাতায়ন হালনাগাদ করা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়াও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র বিশেষায়িত মোবাইলভিত্তিক এপস্ (প্যাক্টঅ্যাপ) এর মাধ্যমে কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত সমস্যাগুলো সভায় তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সদস্যরা অনুরোধ জানান। যেসকল সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয়, তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতেও আহ্বান জানান তারা।

সভায় সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত হোসেনের নেতৃত্বে
সভায় উপস্থিত ছিলেন, সনাক’র স্বাস্থ্য উপকমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার, কবিতা হাওলাদার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, এক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ।

ইমাম বিমান, ঝালকাঠি

আরো পড়ুন : নওগাঁয় ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে ফায়ার ষ্টেশনে হামলা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *