নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৯০৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৭৫ জন, ঢাকার বাইরে ৩২৮ জন।
আরো পড়ুন : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৩৪ জন, মোট মৃত্যু ১১৩ জন
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৯৬৬। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২২ হাজার ৫৮৮ জন ও ঢাকার বাইরে ৯ হাজার ৩৭৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৮২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে রোগী ভর্তি ২ হাজার ২৯০ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৬৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৪৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৭৪ জন। গত মাসে ভর্তি হওয়া ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা যান। এ বছর এখন পর্যন্ত ২২ হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
আরো পড়ুন : নতুন ইতিহাস সৃস্টি করে ঋষি সুনাক হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী