পূর্ব ইউক্রেনের শপিংমলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১০

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ হ্যালোআড্ডা

পূর্ব ইউক্রেনের ক্রেমেনচুক শহরের একটি জনবহুল শপিংমলে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। সোমবারের এই হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

পোলতাভা আঞ্চলিক প্রশাসনের প্রধান কর্মকর্তা বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

ঘটনার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছিলেন, ‘দখলকারীরা একটি শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক ছিল। ’

জেলেনস্কি আরো লেখেন, ‘শপিংমলে আগুন লেগেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ভুক্তভোগীর সংখ্যা কল্পনা করা অসম্ভব। ’

এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এতে দেখা যায়, শপিংমলটি আগুনের শিখায় আচ্ছন্ন। বেশ কয়েকজন উদ্ধারকর্মী ও অগ্নিনির্বাপক গাড়ি বাইরে দাঁড়ানো।

এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো টেলিগ্রামে বলেন, ‘এখন পর্যন্ত ২০ জন হতাহতের খবর মিলেছে, তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দুজনের মৃত্যু হয়েছে এবং উদ্ধারকাজ চলমান। ’

পোলতাভা অঞ্চলের গভর্নর দিমিত্রো লুনিন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি ‘যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’। গভর্নর বলেন, এটি ‘বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর সন্ত্রাসী হামলা। ’

সূত্র : এএফপি

আরো প ড়ুন : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৫ জনে ঠেকেছে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *