প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলের বিয়ে উপলক্ষ্যে তিন উপজেলার ২৬৪টি স্কুল বন্ধ

প্রচ্ছদ রাজনীতি শিক্ষা শিশু অধিকার হ্যালোআড্ডা

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের ছেলের বৌ-ভাতে অংশ নিতে গতকাল কুড়িগ্রামের তিন উপজেলার ২৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি পালিত হয়েছে। এ নিয়ে এসব বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণের মধ্যে সমালোচনার ঝড় বইছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে প্রশাসন। বিভিন্ন অভিযোগে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলে সাফায়াত বিন জাকির সৌরভের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার ১ হাজার ৩০০ শিক্ষকের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা তোলা হয়েছে। আর এ টাকায় উপহার হিসেবে দেওয়া হয়েছে ফ্রিজ, স্বর্ণালংকারসহ অন্য দামি উপহার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম মন্ত্রীর ছেলের বিয়ের দাওয়াতে অংশ নেওয়ার কথা স্বীকার করে বলেন, শৈত্যপ্রবাহ থাকায় কোমলমতি শিশুদের কষ্ট বিবেচনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এক দিনের সংরক্ষিত ছুটি ঘোষণা করেছেন। প্রধান শিক্ষকদের বছরে তিন দিন ছুটি দেওয়ার ক্ষমতা রয়েছে। সেই সংরক্ষিত ছুটি থেকে এ ছুটি ঘোষণা করা হয় বলে জানান তিনি। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, অজ্ঞাত কারণে জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে তালা ঝুলছে।

আরো পড়ুন : এমবাপ্পের কথায় নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত পিএসজি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *