বিএনপি নেতা জিকে গউছ পুরনো মামলায় দুই দিনের রিমান্ডে

আইন-আদালত জনপ্রতিনিধি পুরুষ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন ২০১৫ সালের একটি মামলায় বিএনপির এই নেতাকে আদালতে হাজির করেন ডিবির কোতয়ালী জোনাল টিমের উপ পরিদর্শক আফতাবুল ইসলাম। এ সময় তিনি আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জিকে গউছের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে কাকরাইল এলাকা থেকে সাদা পোশাকে গউছকে তুলে নেয়ার অভিযোগ করে বিএনপি।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গউছ হবিগঞ্জ সদর মডেল থানায় ২০১৫ সালে দায়ের করা মামলার পলাতক আসামি। তিনি এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামিদের সঙ্গে যোগসাজশে হবিগঞ্জ সদর আসনে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮শে আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।

আরো পড়ুন : খালেদা জিয়ার বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলা চলবে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *