বুধবার থেকে চলাচল শুরু হবে ঈদের বিশেষ লঞ্চসেবা

জাতীয় প্রচ্ছদ ভ্রমণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে চলাচল শুরু হবে বিশেষ লঞ্চসেবা। সেদিন থেকেই মিলবে অগ্রিম টিকিট।

ঈদে অভ্যন্তরীণ নদীপথে যাত্রীবাহী নৌযানের নিরাপদ ও দুর্ঘটনামুক্ত চলাচল নিশ্চিত এবং যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা বিধানে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে রোববার ঢাকায় বিআইডব্লিটিএ’র কার্যালয়ে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার।

তিনি বলেন, ২০ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। ঈদের ৫ দিন আগে ও ৫ দিন পর পর্যন্ত সময়ে লঞ্চে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এই ১০ দিন নদীতে কোনো বাল্কহেডও চলবে না।

মোবারক হোসেন আরও জানান, যাত্রীবাহী লঞ্চ চলাচলকারী দেশের সব নৌ রুটে ২০ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে।

চলাচলকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো ও সংরক্ষণ করা বাধ্যতামূলক প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ করে কেবিনে যাতায়াতকারীদের এনআইডি সংরক্ষণ করতে লঞ্চ মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সদরঘাট থেকে ৪৩টি রুটে লঞ্চ চলাচল করে। প্রতিদিন সেখান থেকে গড়ে ৮০টি লঞ্চ চলাচল করলেও ঈদযাত্রায় চলাচল করে প্রায় দুইশ’ লঞ্চ।

আরো পড়ুন : মোশতাককে শ্রদ্ধা জানিয়ে বিপাকে অধ্যাপক ড. রহমত উল্লাহ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *