মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে আদালতে হট্টগোল

আইন-আদালত প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়েছেন আদালত। এদিন জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে আদালতে হট্টগোল হয়েছে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে তার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। সময়ের আবেদনে বলা হয়, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ। তাই আজ শুনানি পেছানো হোক।

অন্যদিকে ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন ও মাসুদ তালুকদার শুনানিতে বলেন, রাষ্ট্রপক্ষ মৌখিকভাবে শুনানির জন্য আবেদন করেছে। আপনি দয়া করে মঙ্গলবার বা বুধবার শুনানির জন্য দিন ধার্য করেন। আদালতে শুনানির তারিখ দেয়ার জন্য জোর দাবি জানান বিএনপির আইনজীবীরা। এসময় বিচারক বলেন, আপনারা রাষ্ট্রপক্ষের সঙ্গে কথা বলেন। তারা শুনানি কবে করতে পারবে জানান। তবে শুনানির বিষয় এখনো কোনো তারিখ নির্ধারণ করেননি আদালত।

এসময় মির্জা ফখরুল ইসলামের আইনজীবীরা বলেন, কোর্ট এত অসহায় হয়নি, যে আদালত সরাসরি সময় দিতে পারছেন না।

আমাদের হয়রানি না করে প্রয়োজনে ১ বছরের তারিখ দেন। এরপর বিচারক অন্য মামলার শুনানি করতে চাইলে মির্জা ফখরুলের আইনজীবীরা হট্টগোল শুরু করেন। তখন বিচারক এজলাস ত্যাগ করে চলে যান।

আরো পড়ুন : লোহিত সাগরে ইসরাইলি জাহাজ আটক করল হুতি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *