শান্তি সমাবেশে হামলার অভিযোগে লক্ষ্মীপুরে বিএনপির ১৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আইন-আদালত প্রচ্ছদ রাজনীতি

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার অভিযোগে আবদুল মান্নান নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শান্তি সমাবেশে হামলার অভিযোগে এদিন রাতে বিএনপির ১৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর। মামলায় উপজেলা বিএনপির সদস্য দেলওয়ার হোসেন মানিক, চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার, যুবদলের সভাপতি আকরাম হোসেন শাহেদ হাওলাদারসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর বলেন, ‘বিএনপি মিছিল থেকে অতর্কিতে হামলা চালিয়েছে। হামলায় চরকাদিরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বাঙ্গালী, যুবলীগের সদস্য মহিব উল্লাহ শিপন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রাকিব পণ্ডিতসহ ১০ জন আহত হয়েছেন।’

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা মিছিলে আওয়ামী লীগ হামলা চালায়। হামলায় মফিজ উল্লাহ শিপন, আবদুল মান্নান, আকরাম হোসেন শাহেদ, আজাদ, ফারুকসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। তারা উল্টো আমাদের নেতাকর্মীর নামে মামলা করে হয়রানি করছে।’

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট বাজারে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ-বিএনপিসহ উভয় দলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছেন তারা।

আরো পড়ুন : অবহেলা আর অযত্নে পড়ে আছে জামালপুরে সরিষাবাড়ীর কয়েকটি বধ্যভূমি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *