সিলেটে লালাদিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর হ্যালোআড্ডা

সিলেট অফিস: সিলেট মহানগরীর লালাদিঘিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন লালাদিঘির পার এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) ও একই এলাকার মামুন মিয়ার মেয়ে হাবিবা (৭)। গতকাল রবিবার বিকেল ৫ টার দিকে দিঘির পানিতে শিশু দু’টির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এরপর তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু দু’টিকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ ফজল। তিনি পরিবারের বরাত দিয়ে জানান, বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হয়েছিল শিশু দু’টি। এরপর তাদের আর খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। বিকেল ৫টার দিকে দিঘির পানিতে এক শিশুকে ভেসে থাকতে দেখে লোকজন জড়ো হন। তখন স্থানীয় এক যুবক গোসল করতে গিয়েছিলেন। তিনিই তাদের লাশ উদ্ধার করেন। তবে তখনো তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত ছিলেন না। এরপর এলাকাবাসী শিশুদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। লাশ দুইটি উদ্ধার করে ওসমানী হাসপালের মর্গে রাখা হয়েছে।পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

কাওছার আহমদ

আরো পড়ুন : এক বছরে শুধু সিলেটেই অস্ত্রোপচারে জন্ম ১৪ হাজার শিশু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *