৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি চব্বিশ বছর পর গ্রেপ্তার

আইন-আদালত পুরুষ প্রচ্ছদ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : চব্বিশ বছর পর ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আজগর খান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৩ই ফেব্রুয়ারি) ভোর রাত ৫.৩০ মিনিটের সময় কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজগর বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মৃত মন্নান খানের ছেলে।

বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামে অভিযান চালিয়ে আজগর আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আজগর আলীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। আজকে আজগর আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : জেনে নিন ভ্যালেন্টাইনস ডেতে ভালোবাসার মানুষকে কী উপহার দেবেন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *