শাহ আলম শাহী, দিনাজপুর থেকেঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে| ১৫ মার্চ থেকে পুরোদমে শুরু হবে,দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস।
দিনাজপুরের ঐতিহ্যকাহী কান্তজীউ মন্দির পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
উত্তরবঙ্গরে দিনাজপুর,নীলফামারী ও লালমনিরহাটে দু’দিনের সরকারি সফরের প্রথম দিনে আজ রোববার বিকেলে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দিও পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি মন্দিরের চারিদিক ঘুরে দেখেন।
এসময় কান্তজীউ মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন ডা. দীপু মনি।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, ডা,ডিসি রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী ডা. দীপু মনি দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনি জিনোম সিকোয়েন্স ল্যাব এবং ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
এ সময় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এম কামরুজ্জামান,প্রক্টর ড.প্রফেসর মামুনুর রশিদ, অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট ও একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন করবেন।
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।