শিক্ষক নিবন্ধনের ভাইভায় যাঁরা অংশ নিতে পারেননি তাঁদের পরীক্ষার তারিখ ঘোষণা

অর্থনীতি জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ শিক্ষা হ্যালোআড্ডা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় সপ্তদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় নানা কারণে যাঁরা অংশ নিতে পারেননি, তাঁদের মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএর আওতায় সপ্তদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখে যাঁরা নানা কারণে অংশ নিতে পারেননি মর্মে আবেদন করেছেন, তাঁদের মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেডের খুদে বার্তার মাধ্যমে পরিবর্তিত এ তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণকালে পূর্বনির্ধারিত তারিখের জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্র এবং প্রবেশপত্রে বর্ণিত শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রবেশপত্রের মূল কপিসহ এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সপ্তদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য যে আবেদনকারীরা ইতিমধ্যে আবেদন প্রত্যাহার করে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁদের পুনরায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই।

আরো পড়ুন : নভোথিয়েটারে ৩০ পদে ৯ম-২০তম গ্রেডে চাকরি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *