মির্জা আব্বাস ও এ্যানীর মামলা নিষ্পত্তির নির্দেশ দিল হাইকোর্ট

আইন-আদালত জনপ্রতিনিধি পুরুষ প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

রাজধানীর তিন থানার পৃথক ১০ মামলায় মির্জা আব্বাস ও দুই মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মির্জা আব্বাস ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর করা পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন।

রাজধানীর রমনা, পল্টন মডেল থানায় ও ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনে করা পৃথক ১০ মামলায় মির্জা আব্বাস এবং দুই মামলায় শহীদ উদ্দীনের জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৫ জানুয়ারি পৃথক রিট করেন তাঁরা। মামলাগুলো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী।

আজ আদালতে বিএনপির দুই নেতার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

আরো পড়ুন : দুই লাখ টাকায় ৪ হাজার পিস ইয়াবায় হলো ৫০০ পিচের মামলা’; অডিও ভাইরাল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *