আজ ২ এপ্রিল; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

অর্থনীতি আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য রাজনীতি সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ২ এপ্রিল ২০২২ মঙ্গলবার, ১৯ চৈত্র ১৪২৮ বাংলা, ২৬ শাবান ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯২তম দিন। বছর শেষ হতে আরো ২৭৩ (অধিবর্ষে ২৭৪) দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৮২৭ – যুক্তরাষ্ট্রে জোসেপ ডিক্সন প্রথম লিড পেন্সিল নির্মাণ করেন। তিনি ম্যাচাচুসেটস অঙ্গ রাজ্যের সালেমে পেন্সিল নির্মানের কারখানা স্থাপন করেন।

১৮৪৫ – সুর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়েছিলো।

১৮৫১ – রামা (সপ্তম) থাইল্যান্ডের রাজা হন।

১৯১২ – ইল্ল-ফাটেড আরএমএস টাইটানিক সমুদ্রের ট্রায়াল শুরু করে।

১৯১৭ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্র উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহবান জানান।

১৯৪১ – মরু শিয়াল হিসেবে খ্যাতিমান জার্মানীর বিখ্যাত লেফটেনেন্ট জেনারেল এডউইন রোমেল লিবিয়া পুনঃদখলের অভিযান শুরু করেন।

১৯৬৩ – মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৮২ – ফকল্যান্ডস যুদ্ধ: আর্জেন্টিনা ফক্‌ল্যান্ড দ্বীপপুঞ্জ আক্রমণ করে।

১৯৮৯ – সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ হাভানায় ভ্রমণ করেন ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করেন।

জন্মদিন

১৮৪০ – এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক। (মৃ. ১৯০২)

১৮৬২ – নিকোলাস মরি বাটলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন দার্শনিক ও শিক্ষাবিদ। (মৃ. ১৯৪৭)

১৮৯৮হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কবি, নাট্যকার ও অভিনেতা।(মৃ.১৯৯০)

১৯০২ – বিখ্যাত হিন্দুস্তানী খেয়াল সঙ্গীতজ্ঞ বড়ে গুলাম আলী খান(মৃ.১৯৬৮)

১৯০৩ – ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।

১৯১৪ – আলেক গিনেজ, ইংরেজ অভিনেতা। (মৃ. ২০০০)

১৯২৭ – পুশকাস, হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।

১৯৪১ – ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৪৮ – মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। (মৃ. ২০২০)

১৯৫৩ – দেব্রালি স্কট, মার্কিন অভিনেত্রী।

১৯৬৩ – কার্ল বিটটিয়ে, ইংরেজ পরিচালক ও প্রযোজক।

১৯৭৩ – দিমিত্রি লিপারটভ, রাশিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৭৫ – অ্যাডাম রদ্রিগেজ, মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৮০ – গেভিন হাফেরনান, কানাডীয় পরিচালক ও চিত্রনায়ক।

১৯৮৩ – পোল কেপডেভিল, চিলির টেনিস খেলোয়াড়।

১৯৮৬ – ইব্রাহিম আফেলায়, ডাচ ফুটবলার।

মৃত্যুদিন

১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেইসা মৃত্যুবরণ করেন।

১৯২৮ – নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস মৃত্যুবরণ করেন ।

১৯৩৩ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ক্রিকেটার রণজিত সিংহ।(জ.১৮৭২)

১৯৫৩ – কবি, সাংবাদিক, রাজনীতিক ও আইনজ্ঞ আসফ আলীর মৃত্যুবরণ করেন।

১৯৫৮ – জাপানি শিক্ষক ও সমাজ কর্মী জসেই টডা মৃত্যুবরণ করেন।

১৯৬৫ – অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।

১৮৭২ – টেলিগ্রাফ ব্যবস্থার উদ্ভাবক মার্কিন আবিষ্কারক স্যামুয়েল মোর্স।(জ.১৭৯১)

১৯৮৬ – আইনজীবী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন মৃত্যুবরণ করেন।

১৯৯৪ – মার্কিন অভিনেত্রী বেটি ফুরনেসস মৃত্যুবরণ করেন।

১৯৯৫ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী হানেস উলফ গোস্তা আল্‌ফভেন মৃত্যুবরণ করেন।

২০০৫ – ইংরেজ অভিনেত্রী বেত্তী বলটন মৃত্যুবরণ করেন।

২০১২ – অস্ট্রেলিয়ান এক্সপ্লোরার, লেখক ও প্রকৌশলী ওয়ারেন বন্যথন মৃত্যুবরণ করেন ।

২০১৪ – ইংরেজ অভিনেত্রী ও গায়ক ল্যন্ডসি হল্যান্ড মৃত্যুবরণ করেন।

২ এপ্রিল বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ২ এপ্রিল তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আজ ২৯ মার্চ; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *