এবার বাংলাদেশের একমাত্র আইপিএল ক্রিকেটার মুস্তাফিজের ভারত থেকে ঈদের স্মৃতিচারণা

খেলাধুলা প্রচ্ছদ প্রবাস

জাতীয় দলের সতীর্থরা যখন পরিবার-বন্ধুদের সঙ্গে ঈদের ছুটি কাটাচ্ছেন, মুস্তাফিজুর রহমান তখন দেশের বাইরে। এবার তিনি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল খেলছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে পারফরম্যান্সও করছেন দারুণ। তার ঈদুল ফিতর কাটছে দেশের বাইরে। ভারত থেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে স্ত্রী সামিয়া পারভীন শিমুর সঙ্গে ছবি পোস্ট করে মুস্তাফিজ ঈদের শুভেচ্ছা জানান। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে’। এরপর দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় সবার সঙ্গে করেছেন দেশে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর নানা স্মৃতি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনাদের সবাইকে অন্তর থেকে জানাই ঈদ মোবারক। ‘

ভিডিওবার্তায় মুস্তাফিজ বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা সবাই, চার ভাই বাড়িতে থাকি, একসঙ্গে হই, নামাজ পড়তে যাই, বন্ধুরা থাকে। এভাবেই ঈদ কাটাই। এই বছর তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি না। ‘

সরফরাজ নিজের ঈদের স্মৃতি শেয়ার করে বলেন, ‘আমরা সকালে উঠে পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়ে কোলাকুলি করি। তারপর সবাই মিলে বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করি। ঈদের সালামি নেই। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। ‘ আরেক ক্রিকেটার খলিল আহমেদ বলেন, ‘আমার ও দিল্লির অধিনায়কের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। খুশিতে থাকুন, আনন্দ করুন। আর ঈদের সালামি নিতে ভুল করবেন না। ‘

আরো পড়ুন : জেনে নিন কেথায় কিভাবে ক্রিকেটাররা ঈদুল ফিতর পালন করছেন 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *