প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল

জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করা হয়েছিলো গণ মানুষের কাতারে নিয়ে যাওয়ার জন্য একটি অসম্প্রদায়িক রাজনৈতিক দল হিসাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশে^র মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়েছিলো। বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরে রেকর্ড কেউ ভাঙতে পাড়েনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে গত সাড়ে ১৩ বছরে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি গ্রাম এখন শহরে পরিনত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলন ও কাউন্সিল উপজেলা পরিষদ চত্বরে একথা বলেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^ ব্যাংকে দেখিয়ে দিয়েছেন কি ভাবে দেশের টাকায় পদ্মা সেতু নির্মান করা যায়। তিনি আরও বলেন, দেশের সকল মানুষের জন্য পদ্মা সেতু উপর দিয়ে চলাচল করবে কিন্তু যারা বিরোধীতা করেছে তাদেরকে জাতীর কাছে ক্ষমা চাইতে হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বৃহত্তর রংপুরের ছাওয়াল সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগর। তিনি আরও বলেন, এক সময় আমরা ঘড়ে কুপি বাতি ল্যাম্প ব্যাবহার করতাম এখন সেই ঘরে আজ ল্যাম্প বাতি নেই। এখন ঘরে ঘরে বিদ্যুৎতের আলো জ্বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

সাঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মো: শাহজাহান খান এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সফুরা বেগম রুমি, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফারুক হোসেন
গাইবান্ধা ।

আরো পড়ুন :  আগামী তিন দিনে সিলেটের বন্যার চরম অবনতির সম্ভাবনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *