দ্বিতীয় ইনিংসেও যথারীতি ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ

খেলাধুলা প্রচ্ছদ হ্যালোআড্ডা

অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসের মতো ব্যাটিং বিভীষিকা হয়তো দেখা যাচ্ছে না, তবে দ্বিতীয় ইনিংসেও যথারীতি ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১২ রানের মধ্যে প্রথম ছয় ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেছেন। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থেকে এখনো টাইগাররা ৫০ রান পিছিয়ে। উইকেটে আছেন অধিনায়ক সাকিব আল হাসান (৩*) এবং নুরুল হাসান সোহান (১*)।

২ উইকেটে ৫০ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৪ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ‘ডাক’ মারা এই টপ অর্ডার ব্যাটার আজ ১৭ রান করে কাইল মেয়ার্সের বলে ক্যাচ তুলে দেন। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন সাবেক অধিনায়ক মমিনুল হকও। প্রথম ইনিংসে ‘ডাক’ মারা মুমিনুল আজ ৪ রান করে কাইল মেয়ার্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন মমিনুল। কিন্তু আম্পায়ার্স কলে তাকে ফিরতে হয়। তার ৪ রান এসেছে বাউন্ডারি থেকে।

এরপর লিটন দাস উইকেটে এসে ওয়ানডে স্টাইলে খেলতে শুরু করেন। ১৫ বলে ৩ চারে সংগ্রহ করেন ১৭ রান। এর পরই কেমার রোচের বলে সেকেন্ড স্লিপে ধরা পড়েন কাইল মেয়ার্সের হাতে। ১০০ রানে বাংলাদেশের ইনিংসের অর্ধেক শেষ হয়। ধারাবাহিক উইকেট পতনের পরবর্তী নাম মাহমুদুর হাসান জয়। প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মারা জয় খুব ধৈর্য নিয়ে খেলছিলেন। তার ১৫৩ বলে ৩ চারে ৪২ রানের ইনিংসটির যবনিকা ঘটে কেমার রোচের বলে জসুয়া ডি সিলভার গ্লাভসবন্দি হয়ে। ১০৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। গতকাল শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ২০ ওভারেই সফরকারীদের ২ উইকেটের পতন ঘটে। ৩১ বলে ২২ রান করা তামিম ইকবালকে ফেরান আলঝারি জোসেফ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে উঠে আসা মিরাজ মাত্র ২ রান করে তার দ্বিতীয় শিকার হন। এর আগে বাংলাদেশের ১০৩ রানের জবাবে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৬৫ রানে। ৪ উইকেট নেন মেহেদি মিরাজ। ২টি করে উইকেট নেন খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

আরো পড়ুন : রবিবারের মধ্যে দেশের আরো অনন্ত ১৭টি জেলা বন্যায় প্লাবিত হতে পারে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *