জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশন বয়কট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক প্রচ্ছদ হ্যালোআড্ডা

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনায় ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অধিবেশন বয়কট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল শুক্রবার দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে সকাল ও বিকেলের অধিবেশন থেকে লাভরভ বেরিয়ে যান।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নেলিনা বায়েরবক সকালের অধিবেশনে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান নিয়ে আলোচনার সূত্রপাত করলে লাভরভ বৈঠক ত্যাগ করেন। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার পর বিকেলের দিকে আবারও অধিবেশন বয়কট করেন লাভরভ।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেনে রাশিয়ার ভূমিকা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে অনুপস্থিত দেখা যায়।

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর সারা বিশ্বে জ্বালানি খাতে অস্থিরতার পাশাপাশি খাদ্যপণ্যের ব্যাপক সংকট ও মূল্যবৃদ্ধি ঘটেছে। ইউক্রেন ও রাশিয়া বিশ্বের জ্বালানি ও খাদ্যপণ্যের দুই অন্যতম প্রধান সরবরাহকারী। গতকাল শেষ হওয়া জি২০ সম্মেলনে বর্তমান বৈশ্বিক সংকট নিয়ে আলোচনার কথা ছিল।

জি-২০ সম্মেলনের পার্শ্বরেখার বিভিন্ন বৈঠকে লাভরভের অংশগ্রহণকে কটাক্ষ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গতকাল সম্মেলনে বলেন, ‘প্রকৃত অর্থে রুশ পররাষ্ট্রমন্ত্রী এখানে এসে বড় একটা সময় ব্যয় করছেন এই কক্ষে নয়, বরং বাইরের বিভিন্ন জায়গায়। এতে বোঝা যায়, রাশিয়ার সরকারের এই মুহূর্তে সামান্য কথা বলারও ইচ্ছা নেই। ’

সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আজ এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শক্তিশালী একটি আওয়াজ শুনছি…তা হচ্ছে আগ্রাসন (ইউক্রেন যুদ্ধ) শেষ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। ’

জি-২০ জোটের একমাত্র সদস্য সংস্থা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জি-২০ জোটের সম্মেলনে রাশিয়ার উচ্চ পর্যায়ের রাজনৈতিক অংশগ্রহণ জোটের বিশ্বাসযোগ্যতা, দক্ষতা ও প্রাসঙ্গিকতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ’

সম্মেলন থেকে বেরিয়ে গিয়ে সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে বিশ্বের অর্থনৈতিক ইস্যুগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ করেন। লাভরভ বলেন, ‘তারা কথার বলা শুরুর মুহূর্ত থেকে রাশিয়ার সমালোচনা করছে। ’ রাশিয়া আলোচনার জন্য ওয়াশিংটনের পেছনে দৌড়াবে না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা সংলাপ বন্ধ করিনি, তা করেছে যুক্তরাষ্ট্র। ’

এদিকে সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, এবার জি-২০ জোটের নেতাদের নিয়ে আনুষ্ঠানিক ছবি তথা ‘ফ্যামিলি ফটো’ তোলা হবে না। লাভরভের উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের আপত্তির পরিপ্রেক্ষিতে এবার এ রকম আয়োজন হচ্ছে না।

উল্লেখ্য, যেকোনো আন্তর্জাতিক সংস্থার সম্মেলনে অংশগ্রহণকারীদের সবাইকে নিয়ে ছবি তোলার রেওয়াজ রয়েছে।

বৃহস্পতিবার সম্মেলন শুরুর দিন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে লাভরভের সাক্ষাৎ হয়। আজ শনিবার ব্লিনকেনের সঙ্গে ওয়াং ইর বৈঠক হওয়ার কথা। ওয়াশিংটন আগেই জানিয়েছে, লাভরভের সঙ্গে বৈঠক করবেন না ব্লিনকেন। সূত্র : এএফপি

আরো পড়ুন : তৎপরতা শুরু কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *