নওগাঁ সংবাদদাতাঃ- নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই ৩ বাড়ি উপজেলার, কাঞ্চনপুর গ্রামে এই অগ্নিকাÐে ৩টি বাড়ির ৫টি ঘরসহ নগদ টাকা, কৃষি পণ্য, ও বাড়ির আসবাস পত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪ দুইটার দিকে উপজেলার তৈতুঁলিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিম,ছেলে দুলাল হোসেন ও রুবেল বাড়িতে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী ও ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মান্দা ফায়ার কার্যালয়ের স্টেশন অফিসার নশাদ আলী ও এলাকাবাসী জানায়, কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিম ও তার ছেলে দুলাল হোসেন এবং বেলাল এর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন সব কয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেওয়ার পর তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল সঠিকভাবে বুঝতে না পারার কারণে তাদের পৌঁছাতে দেরি হয় বলে ফায়ার ব্রিগেড সদস্যরা জানান। কিন্তু ততক্ষণে ঘরগুলোতে থাকা পরিধেয় বস্ত্র, আসবাবপত্র, চাল, ভুট্টা, রসুন, পাট, ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আব্দুর রহিম সহ ভুক্তভোগীরা জানান, অগ্নিকাÐে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ফায়ার ব্রিগেড কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে।
মোঃ হাবিবুর রহমান, মান্দা (নওগা)
আরো পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেলো তিন তরুনের প্রাণ। আহত-২