শুরু হলো বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর রেজিস্ট্রেশন কার্যক্রম। যা শুরুর পর পরই তুমুল সাড়া পাচ্ছেন আয়োজকরা। ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর ঘোষণার পর পরই শুরু হয় রেজিস্ট্রেশন। এ বছর থেকে বয়সের বাধ্যবাধকতা না থাকায় প্রতিযোগীরা রীতিমত হুমড়ি খেয়ে পড়েছে। অনেকে অপেক্ষা করছেন, কবে থেকে শুরু হবে অডিশন পর্ব। এ বিষয়ে প্রতিযোগিতার প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো’য়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে না হতেই ব্যাপক সাড়া পাচ্ছি। এই রিয়েলিটি শো যে মানুষের কাছে কতোটা গ্রহণযোগ্য, রেজিস্ট্রেশন শুরুর পর আরও একবার টের পেলাম। যেহেতু এ বছর আয়োজনটির কলেবর বাড়ছে, তাই অডিশন পর্ব নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে। তিনি আরো বলেন, অডিশন পর্বের জন্য আগামি ১৭ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছি। কবে, কোথায়, কোন বিভাগ থেকে অডিশন পর্ব শুরু হবে- এ বিষয়ে খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আগ্রহীরা এ বিষয়ে জানতে চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখতে হবে। এ বিষয়ে তিনি আরো জানান, দেশের প্রতিটা বিভাগীয় শহরে হবে অডিশন পর্ব। তৃণমূলের প্রতিভাবান শিল্পীদের খুঁজে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। এই প্লাটফর্মের জন্য সারা দেশের ছেলে মেয়েরা অপেক্ষায় থাকে। কারণ তারা জানে, এই প্লাটফর্মটি অথেনটিক। যারা বিচারক থাকেন তারা বাংলাদেশের প্রত্যেকেই কিংবদন্তী।’
‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র মূল পর্বেও প্রধান বিচারক তিনজন। তারা হলেন কিংবদন্তী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। ৪০টি অ্যাপিসোড দেখতে পারবেন দর্শক। তার মধ্যে একটি থাকবে গ্র্যান্ড ফিনালে। ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।
রেজিস্ট্রেশন করার পদ্ধতি : রেজিস্ট্রেশন করতে ঙঈঝক <ঝঢ়ধপব> আপনার নাম লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে। সেরাকণ্ঠ বিষয়ক তথ্য জানতে নিয়মিতভাবে চোখ রাখুন চ্যানেল আই-এর পর্দায় এবং সেরাকণ্ঠ’র অফিসিয়াল ফেসবুক পেজ -এ।
আরো পড়ুন : তিন বছর পর আজ মন্ত্রিসভায় উঠছে সরকারি চাকরি আইন সংশোধন