রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেন লুহানস্কের একটি হাসপাতালে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৪ জন।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লুহানস্কের নভোইদার শহরের একটি হাসপাতালে ইউক্রেনীয় বাহিনী ইচ্ছাকৃতভাবেই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে বলেও মস্কোর অভিযোগ।
রাশিয়ার দাবি, হামলায় রোগী এবং মেডিকেল স্টাফসহ ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৪ জন।
এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। আল জাজিরা বলেছে, তারা নিজেরাও স্বতন্ত্রভাবে- ‘রাশিয়ার এই অভিযোগ সত্য কিনা’ তা যাচাই করতে পারেনি।
আরো পড়ুন : ইউক্রেনে যুদ্ধের কারণে রেকর্ডসংখ্যক সেনা নিয়োগ দিয়েছে পোল্যান্ড