এবার পর্দা উঠল নারী আইপিএলের; নিলামে চলে খেলোয়াড় কেনাবেচা

খেলাধুলা নারী প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

নারী ক্রিকেটারদের নিয়ে ভারতে বসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর ডব্লিউপিএল (উইমেন প্রিমিয়ার লিগ)।

এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে নিলামে খেলোয়াড় কেনাবেচা চলে। নারীদের আইপিএলে প্রথম সংস্করণে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে।

শনিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই স্টেডিয়ামে নারী আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে বেশ জমকালোভাবে।

মঞ্চে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও কৃতি স্যাননের নাচের তালে ক্রিকেট ও বিনোদনপ্রেমীরা এক হয়ে যান। আসরের থিম সংয়ে মুগ্ধ করেছেন পাঞ্জাবি পপস্টার এপি ধিলোন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরই গড়ায় আসরের প্রথম ম্যাচ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদি। শুরুতেই মঞ্চে আসেন কিয়ারা আদভানি। এর পর একে একে কৃতি শ্যানন ও এপি ধিলোন। কিয়ারা আদভানি ‘ক্যায়া বাত হ্যায়’, ‘শাওন মে লাগ গায়ি আগ’, ‘হরে রাম হরে কৃষ্ণ’, ‘মোহে মারে নজরিয়া সাওরিয়া রে’, ‘যুগ যুগ জিও’, ‘বিজলি’র মতো জনপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করে শুরুতেই মাতিয়ে দেন দর্শকদের।

বর্ণাঢ্য পরিবেশনা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মঞ্চে ওঠেন। এর পর ডেকে নেওয়া হয় পাঁচ দলের অধিনায়কদের।

দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং, গুজরাট টাইটান্সের বেথ মুনি, মুম্বাই ইন্ডিয়ান্সের হরমনপ্রিত কৌর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্মৃতি মান্ধানা ও ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। পরে তারা একসঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন করেন।

উদ্বোধনী ভেন্যু ছাড়া আরও একটি ভেন্যুতে হবে আসরের সব ম্যাচ। দেশি-বিদেশি ৮৭ ক্রিকেটারের অংশগ্রহণে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৩ দিন।

আরো পড়ুন : দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ মহড়া থামাতে বলল পিয়ংইয়ং

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *