হুমায়ুন কবিরের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতিতে বিরামপুরে সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী

জাতীয় প্রচ্ছদ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

দিনাজপুরের বিরামপুরে ফোরাম ৮২ কল্যাণ পর্ষদের আয়োজনে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও বিরামপুরের কৃতি সন্তান হুমায়ুন কবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌর মেয়র আককাস আলীর সভাপতিত্বে সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়া হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ কবির, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল,প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মাওলা বক্স, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক নিরঞ্জন, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

জাহিনুর ইসলাম, বিরামপুর, দিনাজপুর

আরো পড়ুন : ভোলাহাটে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *