স্পোর্টস রিপোর্টার : সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের নারী ফুটবল দল প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু আচমকা সেই ম্যাচ বাতিল হয়ে গেছে। সিঙ্গাপুর খেলবে না বলে জানিয়ে দিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে এই ম্যাচ হওয়ার কথা ছিল। পরদিন একই দলের অবশিষ্ট একাদশের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার কথা ছিল।
গতকাল বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন সিঙ্গাপুর চিঠি দিয়ে জানিয়েছে তারা খেলতে পারবে না। কি কারণে খেলতে পারবে না তা জানতে চাইলে সিঙ্গাপুর সমস্যার কথা জানিয়েছে। সমস্যা ব্যাখ্যা করেনি সিঙ্গাপুর।
কিরণ জানিয়েছেন সিঙ্গাপুর দুঃখ প্রকাশ করেছে। বাফুফে সব প্রস্তুতি নিয়েছিল সিঙ্গাপুর গিয়ে খেলবে। এখন সেটি হলো না। তবে বাফুফে নতুন তারিখ জানিয়ে প্রস্তাব পাঠিয়েছে। আগামী ১৬ মার্চ আরেকটি তারিখ রয়েছে প্রীতি ম্যাচ খেলার। সেই তারিখে সিঙ্গাপুর খেলতে পারবে কিনা সেটা জানতে চেয়েছে বাফুফে। কিরণ জানিয়েছেন হয় সিঙ্গাপুর গিয়ে খেলতে হবে না হয় সিঙ্গাপুরকে বাংলাদেশে এসে খেলতে হবে।
আরো পড়ুন : বিদেশ ভ্রমণে ব্যক্তিগত ডলার খরচের হিসাব যাচাই করার নির্দেশ