আন্তর্জাতিক অঙ্গনে দুর্নীতিবিরোধী লড়াইয়ে চ্যাম্পিয়ন রোজিনা ইসলাম; যুক্তরাষ্ট্রের সম্মাননা

আন্তর্জাতিক ওকে নিউজ স্পেশাল দুর্নীতি নারী নারী অন্যান্য প্রচ্ছদ সফলতার গল্প

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতিবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ শুক্রবার রোজিনা ইসলামসহ বিশ্বের বিভিন্ন দেশের আটজন ব্যক্তিকে এ বছর আন্তর্জাতিক অঙ্গনে দুর্নীতিবিরোধী লড়াইয়ের চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে আজ সকালে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই আটজনের হাতে ২০২২ সালের ‘অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ তুলে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে নিজ নিজ দেশে দুর্নীতি প্রতিরোধে সাহসের সঙ্গে কাজ করে চলেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, এই পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতির তথ্য প্রকাশ ও দুর্নীতি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন, সাহস দেখিয়েছেন এবং প্রভাব রাখতে সক্ষম হয়েছেন।

রোজিনা ইসলাম গত বছর ১৭ মে একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে সচিবালয়ের স্বাস্থ্য বিভাগে গেলে সরকারি কর্মকর্তারা তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখেন ও হেনস্তা করেন। পরে রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোজিনা ইসলাম গত বছর ১৭ মে একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে সচিবালয়ের স্বাস্থ্য বিভাগে গেলে সরকারি কর্মকর্তারা তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখেন ও হেনস্তা করেন। পরে রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।ছবি: সাজিদ হোসেন

এক দশকের বেশি সময় ধরে প্রথম আলোতে কর্মরত রোজিনা ইসলাম বাংলাদেশে করোনাকালে স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে নিগ্রহ, নির্যাতন ও মামলার শিকার হয়েছিলেন। সাহসী সাংবাদিকতার জন্য গত বছর তাঁকে সেরা অদম্য সাংবাদিক (মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট) শ্রেণিতে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ দিয়েছিল নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড।

এ বছর রোজিনা ইসলামের সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড পেয়েছেন, কলম্বিয়ার সুপ্রিম কোর্ট অব জাস্টিসের ইনভেস্টিগেশন চেম্বারের সভাপতি মারকো আন্টোনিও রুদা সোতো, ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক কিসমাহ সালি আলী মেন্দেলি, মাদাগাস্কারের কোর্ট অব অ্যাকাউন্টসের প্রেসিডেন্ট জিন দে দিউ রাকোতোনদ্রামিহামিনা, মালয়েশিয়ার সেন্টার টু কমব্যাট করাপশন অ্যান্ড ক্রোনিজমের প্রতিষ্ঠাতা পরিচালক সিনথিয়া গ্যাব্রিয়েল, মেক্সিকোর সংবাদমাধ্যম সেমিনারিও জেটার সাংবাদিক আন্টোনিও সারভেনটিস, সার্বিয়ার ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং নেটওয়ার্কের (কেআরআইকে) প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক স্টেভান দোকসিনোভিচ এবং জিম্বাবুয়ের জিম্বাবুয়ে কোয়ালিশন অব ডেবট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক জ্যানেট ঝোও।

এই পুরস্কারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা আনতে সাংবাদিকতা যে ভূমিকা রাখছে, তার স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন রোজিনা ইসলাম। পুরস্কারটি তিনি বাক স্বাধীনতার অধিকার রক্ষায় দেশ-বিদেশে সোচ্চার ব্যক্তিবর্গ এবং কঠোরতর আইন, ভয়-ভীতি, গ্রেপ্তার, মামলা ও হয়রানির মধ্যেও যাঁরা সেরা সাংবাদিকতার জন্য সংগ্রাম করছেন, সেই সব সাংবাদিকের প্রতি উৎসর্গ করেছেন।

আরো পড়ুন: সেমিতে ক্রোয়েশিয়া, বিদায় ব্রাজিল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *