আম নিয়ে ভোলাহাটের যত খবর

অর্থনীতি কৃষি নির্বাচন প্রচ্ছদ

ভোলাহাটে আম ফাউন্ডেশনের নির্বাচন
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃভোলাহাটে আম ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে শনিবার ভোলাহাট রামেশ্বর পাইলট ইন্সটিটিউশনে সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে মোট ৩১ টি পদ রয়েছে। এর মধ্যে সদস্যদের ভোটে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ২২ জন। কোন প্রার্থী না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ১ জন এলাকা প্রতিনিধি। বাকী ৮জন সভাপতিসহ পদাধিকার বলে বিনা নির্বাচনে থাকবেন নির্দিষ্ট পদে। সাধারণ সম্পাদক পদে হাঁস প্রতিকে ১হাজার৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মুনসুর আলী। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মোটর সাইকেল প্রতীকে মোঃ আতাউর রহমান পেয়েছেন ১হাজার২৯ ভোট । কোষাধক্ষ্য পদে টিউওবয়েল প্রতীকে ২হাজার৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ লাল দেওয়ান। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ফুটবল প্রতিকে মোঃ মোস্তাকিম পেয়েছেন ১হাজার৯০ ভোট। সহ-সভাপতি ২টি পদের মধ্যে চেয়ার প্রতীকে ২হাজার১৩২ ভোট পেয়ে প্রথম স্থানে বিজয়ী হয়েছেন মোঃ কামাল উদ্দিন তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী তালগাছ প্রতিকে শামিম আখতার মিঠু পেয়েছেন ১হাজার৫৩৩ ভোট। আনারস প্রতীকে ১হাজার৬৪৬ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজয়ী হয়েছেনমৌদুদুর রহমান শাহ বনি । তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মোরগ প্রতিকে মোঃ আঃ রহমান পেয়েছেন ১০৪২ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক ২টি পদে মধ্যে ঘুড়ি প্রতিকে ১হাজার৬৫৬ ভোট পেয়ে প্রথম স্থানে বিজয়ী হয়েছেন মোঃ রবিউল। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী হরিণ প্রতিকে মোহাঃ আনসার আলী পেয়েছেন ১৩২৮ ভোট। কলস প্রতিকে মোঃ নাসিরুদ্দিন (আর্মি)২হাজার৯৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজয়ী হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বই প্রতিকে মোঃ সেলিম পেয়েছেন ৩৬৭ ভোট। এলাকা প্রতিনিধি হিসাবে ১৮টি বøকে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, তোফাজ্জল হক, মোঃ মজিবুর রহমান, মোঃ রবিউল ইসলাম, আনারুল হক, আঃ সাত্তার, সলেমান আলী, মোঃ নুরুল ইসলাম, বুলবুল আহম্মেদ, মোঃ জুল্লুর রহমান, হাবিল উদ্দিন দোয়েল, মোঃ মোরসালিন, ইউসুফ আলী টিপু, মোঃ আঃ মাজান, মোঃ নওসাদ আলী, মোঃ আরফেজ আলী বাশির, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সেলিম রেজা সাবুর। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ নিরপেক্ষ ভাবে কোন প্রকার বিশৃঙ্খলা ভোট গ্রহণ ও ফলাফল ঘেষণা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে তাবাসসুম। রিটানিং অফিসাওে দায়িত্বে থেকে ভোট গ্রহন করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ তাহসিনুর রহমান। উল্লেখ্য আমফাউন্ডেশনে মোট ৫হাজার ২৫৩জন ভোটারের মধ্যে সাধারণ সম্পাদক পদে ৭৩শতাংশ ভোট প্রদান করেন ভোটারেরা। এ ভোট গ্রহণে আম ফাউন্ডেশনের মোট ব্যয় ধরা হছে সাড়ে ৪লাখ টাকা বলে সূত্র জানায়।

ভোলাহাটে সাংবাদিকদের সাথে আমফাউন্ডেশনে নির্বাচিত দু’প্রতিনিধির সাক্ষত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে সংবাদিকদের সাথে ১৪ মে আম ফাউন্ডেশনের নির্বাচনে নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী ও কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ান ভোলাহাট প্রেসক্লাবে এসে সৌজন্য সাক্ষাত করেছেন। সৌজন্য সাক্ষাতের সময় তাঁরা সাংবাদিকদের মাধ্যমে তাঁদের ভোটারেরা ভোট দিয়ে বিজয়ী করায় মোট ৫হাজার ২৫৩জন ভোটার ও উপজেলাসহ দেশবাসিকে শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, আম ফাউন্ডেশন ভোলাহাট বৃহত্তর সংগঠনটি শুধু ভোলাহাটের নয় দেশের সম্পদ। ভোটারেরা নির্বাচিত করে বৃহত্তর এ প্রতিষ্ঠানটিকেআমানত হিসেবে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন। আমরা সততার সাথে আমানত রক্ষা করে যাবো বলে প্রতিশ্রæতি ব্যক্ত করেন। তাঁরা বলেন, ভোলাহাটের প্রধান অর্থকরি ফসল আম। আমকে ঘিরে গড়ে উঠেছে আম ফাউন্ডেশন। তাই মানুষের অনেক চাওয়া পাওয়া রয়েছে। আমরা আম চাষি, আম ব্যবসায়ী, আড়তদার ও এলাকার বাইরে থেকে আসা আম ক্রেতা ও ভোলাহাটবাসিসহ সকলের পরামর্শে আধুনিক বাজার ব্যবস্থা ও আমগাছের পরিচর্চা, আম গাছের রোগ-বালাই রোধ, অধিক ফলনে অধিকতর বিশেজ্ঞদের সহায়তা নেয়া, আম চুরি রোধে কাউন্সিলিং করাসহ সকল প্রকার উন্নয়নে কাজ করার চেষ্টা অব্যহত থাকবে। তাঁরা সকলের সহযোগিতা নিয়ে আম ফাউন্ডেশনের সচ্ছতা নিশ্চিত করতে চান।এ সময় ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, সদস্য কায়সার আহমেদ, আলি হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাট প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাত করছেন আম ফাউন্ডেশনের নবনির্বাচত সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী ও কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ান।

গোলাম কবির-ভোলাহাট-চাঁপাইনবাবগঞ্জ

আরো পড়ুন : আজ ১৫ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *